শুক্রবার রাত ৪:৪৫, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

কবিতা : বিশুদ্ধ অক্সিজেন

৬৩১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

খোলা জানালার পাশে বসে, মন ফড়িংটা উদাসী হয়

কঠিন বাস্তবতার আরোপিত রূপরেখায়, আবদ্ধ শহুরে জীবনকে

আষ্টেপৃষ্ঠে বেধে রাখা, বড়ই মেকি মনে হয়।

সুউচ্চ ভবনের ফ্ল্যাট নামক আয়েসি এই বনেদি খাঁচার

বিশাল ব্যালকনিতে বসে, দেখি দূরের সবুজ।

কারো মুখে নেই নির্মল হাসি..! বিষন্ন মুখ!

এ এক চেতন অবচেতনের অধ্যাস…!

শুধু ফ্রেমে বাঁধা দায়িত্বের দায়সারাভাবে মৃদু হাসা।

 

মানুষের পদসঞ্চারে মুখরিত চারিদিক।

লিফ্টে চড়ে উঠে আসে হাজারো তনু।

যাদের গহীনে প্রথিত কতো সহস্রাধিক মৃত মন।

তবুও মুখোশের আড়ালে ডুকরে কেঁদে ওঠে

সবার অলক্ষ্যে, একটু মুক্ত বাতাসের খোঁজে একাকী।

চারিদিকেই হাইড্রোজেন, নাইট্রোজেন ,হিলিয়াম

সব গ্যাসই আছে। শুধু শ্বাস নেওয়ার জন্য

বিশুদ্ধ অক্সিজেনটারই কেবল অভাব!

 

সিত্তুল মুনা সিদ্দিকা : শিক্ষিকা ও কবি

Some text

ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি