বৃহস্পতিবার বিকাল ৪:১৩, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং

দেশ দর্শন নাগরিক সাংবাদিকতায় কী লিখবেন

১০৭৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

দেশ দর্শন এর নাগরিক সাংবাদিকতায় কী লিখবেন কেন লিখবেন

এক. নাগরিক সাংবাদিকতায় আপনার নিজের প্রতিষ্ঠান ও সংগঠনের নিউজ দিতে পারেন। বিশেষ কোনো অনুষ্ঠানের নিউজ তো অবশ্য, এমনকি অনুষ্ঠান ছাড়াও সেই প্রতিষ্ঠান ও সংগঠনের বৈশিষ্ট্য ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে লিখতে পারেন।

দুই. ব্যক্তিগত ও পারিবারিক কোনো অনুষ্ঠানের নিউজও দেয়া যাবে।

তিন. সংগঠন ও প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপনধর্মী লেখাও দেয়া যাবে। সেক্ষেত্রে লেখার সাথে প্রাসঙ্গিক কিছু ছবি দিলে আরো সুন্দর হয়। উল্লেখ্য যে, আপনার সংগঠন ও প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপনধর্মী লেখা এবং নিউজ দিতে প্রতিষ্ঠান/সংগঠনের নামে একটা আইডি খুলে রাখতে পারেন আমাদের সাইটে।

চার. আপনার গ্রাম/এলাকা, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, অবস্থান, যাতায়াতের সুবিধা/অসুবিধা ইত্যাদি নিয়েও লিখতে পারেন।

পাঁচ. আপনার দেখা যে কোনো ঘটনা-দুর্ঘটনা, পরামর্শ, জনসচেতনামূলক লেখা ইত্যাদি লিখতে পারেন।

ছয়. অন্যকোনো নিউজপোর্টাল, টিভিচ্যানেল, পত্র-পত্রিকা থেকে পাওয়া নিউজও লিখতে পারেন বা কপি করে সূত্র উল্লেখসহ আমাদের পাঠকদের জানাতে পারেন। এক্ষেত্রে তাৎক্ষণিক কিংবা পুরনো যে কোনো নিউজ দেয়া যাবে।

সাত. ভ্রমণকাহিনিও দিতে পারেন।

 

নাগরিক সাংবাদিকতায় কেন লিখবেন

এক. নিজের লেখার হাত আসার জন্য। বিশেষ করে যারা লেখালেখি ও সাংবাকিতায় আগ্রহী। আপনার ফেসবুকের কোনো পোস্টও কপি করে এখানে দিতে পারেন।

দুই. আপনি হয়তো লেখালেখি সাংবাকিতায় আগ্রহী নন। অথবা এসব পারেন। সেক্ষেত্রে স্রেফ আমাদের পাঠকদের জানানোর জন্য লিখতে পারেন তাৎক্ষণিক অথবা পুরনো দুর্লভ কোনো নিউজ।

তিন. আরো অনেক অনেক কারণে…

 

আপনার নিজের/প্রতিষ্ঠানের/সংগঠনের নামে আইডি খুলতে এখানে ক্লিক করুন।

আরো নিয়ম জানতে পড়ুন- ব্লগে আইডি খুলতে সমস্যা?

 

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি