“রূপের পরী”
শাকিল অাহমেদ সৌরভ
রূপের পরী অহংকারী
থাকবে না এ দেহ।
সেদিন ঠিকই বুঝবে তুমি
অাপন নেই অার কেহ।
ভালোবাসি তাই বলেই তো
এতো দুঃখ দিলে।
অামায় ভুলে, অাপন ভেবে
কারে বুকে নিলে?
অাপন যে কে বুঝবে পরে
রূপ থাকবে না এমন।
রূপে ভরা রূপের পরী
এখন অাছো যেমন।
রূপ যে তোমার মাতাল করা
হাসি পাগল করা।
রূপের পরী তোমায় নিয়ে
লিখবো শত ছড়া।
কষ্ট দিচ্ছো তাতে কিছুই
বলবো না তো তোমায়।
রূপের পরী যত পারো
কষ্ট দাও গো অামায়।
#অসমাপ্ত
Some text
ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]