ব্রাহ্মণবাড়িয়ায় ৮মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উওোলন, শান্তিপূর্ণ ভাবে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মহামতী জ্বীন হেনরি ডুনান্ট এর ১৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য বিষয় ভালোবাসা কে সামনে রেখে দেয়ালিখার মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জায়েদুল হুক, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড – হক কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আব্দুর রহিম সাগর, মো: শাহজাহান সাজু, মিসেস মুক্তি খান, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান। জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান সায়মন ওবায়েদ শাকিল এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপ যুব প্রধান – ১ সহিদুল ইসলাম অপু, প্রসন্ন দাস।
আলোচনা সভায় অতিথিরা বলেন, মহামতী জ্বীন হেনরি ডুনান্ট ছিলেন একজন মানবতার অগ্রদূত, তার বলিষ্ঠ নেতৃিত্বেই রেডক্রস ও রেডক্রিসেন্ট মানবতার সেবায় পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। অতিথিরা বলেন, এইবারের প্রতিপাদ্য বিষয় ভালোবাসা, আমরা সকলেই হিংসা-বিদ্বেষ, সাম্প্রদায়িকতা থেকে বেড়িয়ে এসে সকল মানুষকে মানুষ হিসেবে দেখব, শ্রেণী ভেদাভেদ নির্বিশেষে সকলকে ভালোবাসব, সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিবো, সর্বসময় মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখব, তাহলেই আমাদের এই মানব জীবন স্বার্থক হবে।
সায়মন ওবায়েদ শাকিল : বিশেষ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]