পশু খুঁজি পশু খুঁজি
পশু কোথায় পায়
আমার ভেতর চেয়ে দ্যাখি
পশুর অভাব নাই ।
.
দেখতে শুনতে বেশ নাকি
লোকে দেখে আমায়
বিবেক বোধে আমার মাঝে
মানুষ নাহি পাই ।
.
লোভে কাতর মনন আমার
হিংস্র আমার জাত
সুযোগ পেলে অসুর রুপে
করি বাজিমাত।
.
রচনা– ১৫/০৫/২০১৯ ইং
গোকর্ন ঘাট – ব্রাহ্মণবাড়িয়া ।
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]