মানুষ মোরা সৃষ্টির সেরা
স্বীকৃত সর্বজনে
তবে কেন ধর্মের টানে
বাড়ছে বিভেদ মনে ?
.
মানুষ মোরা সৃষ্টি যেথা
স্রষ্টা মোদের এক
তবু কেন ভাঙতে পারিনা
আদৌ মতবেদ ?
.
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
ধর্মের প্রকারভেদ
ধর্ম থাকুক সকল মনে
ভাঙ্গুক মতবেদ ।
.
মানুষ তুমি কেমনে হবে
থাকেই যদি বিদ্বেষ
মানুষ হওয়ার পথটুকু যে
ঐখানেতেই শেষ ।
.
ধর্ম বিদ্বেষ মাড়িয়ে এসো
এক সাথে রই মিলে
নইতো মানব বিবেদ মোদের
অচিরেই খাবে গিলে ।
রচনা– ২৫ শে মে ২০১৯ ইং
গোকর্ন ঘাট- ব্রাহ্মণবাড়িয়া ।
.
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]