সাধারণে অসাধারণ খুঁজি,
খুঁজতে খুঁজতে যুঝি,
পেয়ে যাই সরু অলি গলি
কৃষ্ণতায় লুকায় শুভ্রতার কলি।
বিন্দুতে সিন্ধু রচি,
ভাবনার বৃক্ষ থেকে যায় কচি
শূণ্যতায় ভরি পূর্ণতা,
ব্যর্থতায় মিলে সফলতা;
অযৌনতায় অাবিস্কৃত যৌনতা
উগ্রতায় নিমজ্জিত ভদ্রতা।
ক্ষীনতার ফোকর বিশালতা,
হালকায় গড়ি প্রগাঢ়তা,
কোলাহলে বিলীন নিরবতা
সূক্ষতায় স্থূলতার প্রলেপ
মৌণতায় সরব অাক্ষেপ।
মলিনতায় জ্বলে উজ্জ্বলতা,
শুভ্রতায় তীব্রতার অনুভব
অদম্যতা মানে না পরাভব।
অবশিষ্ট অছে কি কিছু পুঁজি!
হঠাৎ অাবিস্কার রুটি রুজি
অনিঃশেষ রয় চেতনের পুঁজি।
মস্তিষ্কের জালিকা বিন্যাস
কোন সূত্রে তার প্রকাশ!
অসাধারণের বিকাশ
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ০৫/০৫/২০১৯
প্রকাশকালঃ ০৬/০৫/২০১৯
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]