শখের টিনের চালে ছোট ছোট
শিলার ঝন্ ঝন্ শব্দ
আড়ষ্ট করে তোলে যাপিত জীবন
বোধের শ্যামল প্রান্তর… ।
সন্ধ্যে বেলায় আসা চৈত্রের
বেহিসেবি ঝড়ে বিক্ষিপ্ত মনের অলিগলিতে
বিরুদ্ধ বাতাস বহে, মনে কাঁপন
সুতীব্র বেদনায়। এখন শব্দরা ফুরিয়ে যায়,
মুখে কথারাও জড়িয়ে গেছে। কঠিন এক সময়
থমকে দাঁড়াই ভাগ্যের কাছে…,
বিষন্ন চোখ তখন কথা বলে অবলীলায়…
স্মৃতিরা মাথা খুঁটে, ঠিক তখনই
আপন ছায়ার সাথে কথা বলি
অদেহী এক কায়া ভেসে বেড়ায়
মনের বিবর্ণ ক্যানভাসে ।
সিত্তুল মুনা সিদ্দিকা : শিক্ষিকা ও কবি
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]