থেলিস,
তিনিও বিজ্ঞানী ছিলেন
বলতেন- মাটি নিয়ে খেলিস,
গাছ মাটি খায়, অার পানি চায়;
বায়ু তাতে পরশ বুলায়।
“মাটি বায়ু, পানি
মৌল বলে জানিস”
তখনকার মানুষ
বিজ্ঞানী বলে মানতেন।
এরপর কত বিজ্ঞানী এলো
কত তত্ত্ব অাবিস্কার হলো!
দর্শণ শাস্ত্র বিপদে পড়লো
সক্রেটিসও বিষ খেলো।
পাদ্রীরা ঈশ্বরের এজেন্ট বনলো!
কালে ভদ্রে ইতিহাস মুখ খুললো
সক্রেটিস মহা দার্শনিক হলো।
নিউটন নতুন ঝড় তুললো
বিজ্ঞান বহুমাত্রিকতায় প্রবেশ করলো।
কেরানী অাইনস্টাইনের অাপেক্ষিকতা
নিউটনীয় যুগের দাপট কমালো।
অটিস্টিক হকিংস
বিগ ব্যাং তত্ত্ব দাঁড় করালেন,
মানুৃষ নতুন ভাবনায় পড়লো।
বিবর্তনীয় ধারণায় গতি এলো।
মৌল সংখ্যা ১১২তে পৌঁছলো।
ত্রিমাত্রিক জগৎ বিশ মাত্রিক হলো।
অারও কত বাকি র’লো
সাহিত্যের মাত্রা
তিনেই ঘুরপাক খেলো!
সাহিত্যিক অাদিমই থাকিস।
শুধু চলনে বলনে অাধুনিক সাজিস।
অাদিমই থাকিস
মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ১৭/০৪/২০১৯
প্রকাশকালঃ ১৮/০৪/২০২৯
Some text
ক্যাটাগরি: মতামত
[sharethis-inline-buttons]