আজ শুক্রবার ২২ মার্চ দুই দিনের সফরে লালমনিরহাট আসছেন রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। বুড়িমারী-চ্যাংরাবান্ধা রুট দিয়ে চারদেশীয় ট্রেন পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি দুই দিনের সফরে লালমনিরহাট আসছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে তিনি লালমনি এক্সপ্রেস ট্রেনযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেছেন। ২২ মার্চ শুক্রবার সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে তিনি ‘বুড়িমারী শাটল’ ট্রেনে চড়ে বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি পেলে রেলমন্ত্রী বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট থেকে প্রায় পাঁচশ’ গজ ভেতরে ভারতের অভ্যন্তরে চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশন পর্যন্ত পরিদর্শন করবেন।
মন্ত্রীর সফর সম্পর্কিত বিষয়টি ভারত-বাংলাদেশের দুই সীমান্তরক্ষী বাহীনির সাথে আলাপ-আলোচনা চলছে বলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান নিশ্চিত করেছেন। এদিকে চারদেশীয় বাণিজ্যিক যাত্রিবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন স্থানীয় স্থলবন্দর ব্যবসায়ী ও লালমনিরহাট জেলাবাসী।
লালমনিরহাট প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]