সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ও জাতীয় ভোটার দিবস-২০১৯ উদযাপিত হয়েছে । ১লা মার্চ রোজ শুক্রবার ভোটার হবো,ভোট দেবো এই শ্লোগানকে সামনে রেখে শহরের কাউতুলি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবসটি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারে উপ পরিচালক দূর-রে শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান। আলোচনার সভায় পিআইবির মহাপরিচালক শাহ্ আলমগীরের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সায়মন ওবায়েদ শাকিল : বিশেষ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]