বৃহস্পতিবার সকাল ১১:২৬, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ১৪ই নভেম্বর, ২০২৪ ইং

তোমার কৃপায় :: সিত্তুল মুনা সিদ্দিকা

৮৫০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

নিরালায় পুরনো এক বটের ছায়ায় বসে থেকে

শৈশবের মোহে আবেগী মন।

তখন আমার শুধু জীবনের গন্তব্য জানার জন্য

আকুলতা ছিল না!

তিতীক্ষার এক জমাট যন্ত্রণার উদ্ভট অসহিষ্ণু কাঁপনে

বিচলিত করে তোলে বার বার।

উপলের ভার দিয়ে বেঁধে রেখেছে প্রসন্ন এ বুকের পাঁজর।

নদীমেখলায় শান্ত নদীর ছোট ছোট যেতে যেতে বলে,

এসো আমারি সাথে, আর কতটা পথ পাড়ি দেবে?

বিষাদের সব ক্ষত বহু আগেই সমুদ্দুরের নীল পানিতে ডুবিয়ে

একাদিক্রমে হৃতসর্বস্ব হয়ে আমি বিশুদ্ধ হয়েছি!

বেদনার চিহ্ন ভুলে গেছি সময়ের নীলাভ আবাহনে…

জীবনের আঙিনায় বর্ণীল দিন আসে

আর আবীরের রঙ মেখে নামে রাত,

তবুও এখন আমি মনে মনে বলি

“বিধাতা তোমার কৃপায় বেশ আছি”

সিত্তুল মুনা সিদ্দিকা : কবি ও শিক্ষিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি