ব্রাহ্মণবাড়িয়ার সুদখোরের বংশধররা বিভিন্ন সমবায়ের নামে ‘ঋণদান’ করছে। আচ্ছা, ঋণ কিভাবে দান হয়? আমরা জানি, দান করলে তা আর ফেরত পাওয়া যায় না। কিন্তু এই অসভ্য জানোয়ারগুলো ঋণ প্রদান করে তা আবার ফেরত নিয়ে বলছে ঋণদান!! তাও আবার মূলধনের অধিক!!!
ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করলেন। আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে ছয় হাজার একশত বিশ টাকা আপনি গ্রহণ করার সময়ই কেটে রেখে দিবে ঐ ঋণদান প্রতিষ্টান ।
আবার প্রতি মাসে পাঁচ হাজার দুইশত টাকা করে এক বছরে ১২ কিস্তিতে জমা দিতে হয়। তাহলে ৫০ হাজার টাকার হিসাব দাড়ালো ৫২০০*১২= ৬২৪০০+ ৬১০০= ৬৮৫০০ টাকা।
এবার বলুন ৫০ হাজার টাকা নিলে আপনাকে ১৮৫০০ টাকা সুদ দিতে হচ্ছে। এই সুদতো চক্রবৃদ্ধি সুদের হারকেও হার মানাচ্ছে। এগুলোর ব্যাপারে খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
Some text
ক্যাটাগরি: খবর
[sharethis-inline-buttons]