সমাজ ভরা এত্ত মানুষ
গা গতরে বেশ
দেশটা আজি তিলে তিলে
হচ্ছে নিঃ শেষ।
টাকা ছাড়া যেই দেশেতে
হয় না কিছুই থানায়
অনাহারী বাড়ছে দ্যাখ
দেশের কানায় কানায় ।
.
ষোল কোটি মানুষ নাকি
করছে দেশে বাস
তবেই কেন হানাহানি
বাড়ছে নাভিশ্বাস ?
মানুষ কেমনে মানুষ মারে
বল সবে আমায়
ওরাই যদি মানুষ হয়
আমি তাতে নাই ।
.
রাস্তা কিংবা অফিস গেইটে
টাকায় যদি লাগে
ট্যাক্সের বোঝা বইতে কেন
যাচ্ছি আমরা আগে ?
গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে
লুটে করে সব টাকা
ভীন দেশেতে ব্যাংক ভরিয়ে
দেশ করে দেয় ফাঁকা।
.
ভোটের বাক্স রাতেই ভরে
আজব আমার দেশ
চুর ডাকাতের মহা রানী
আছে ভিষণ বেশ।
পুলিশ দেখে আঁতকে উঠে
মানুষ যত সব
কখন ওরা ফাঁসিয়ে দেয়
ভেতর কলরব ।
.
রচনা – ১৩ ই মার্চ ২০১৯ ইং
গোকর্ন ঘাট ‘ ব্রাহ্মণবাড়িয়া ।
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]