বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশাসনকে অ্যামেরিকান হাউজের প্রতিনিধিদের চিঠি দেয়া প্রসঙ্গে, এড. আনিসুল হক বলেন, যারা এ চিঠি দিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের চিঠি লেখা উচিত। মন্ত্রী আরও বলেন, বিএনপি ইলেকশন ট্রাইবুন্যালে মামলা করেছে। ট্রাইবুনালে তারা তাদের বক্তব্য বলবে। নির্বাচন নিয়ে তাদের প্রশ্ন ভিত্তিহীন। জনগণ স্বত:স্ফূর্তভাবে আওয়ামীলীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করেছে। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। আজ (১৫ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন.পৌর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মাহীনযুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন,ছাত্রলীগ নেতা লতিফুর রহমান প্রমুখ।
অমিত হাসান অপু : আখাউড়া প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]