আজ বুধবার সকালে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহনকারী ভারতীয় মিত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ঘুরে দেখবেন তারা।
সকাল ১০টায় মেজর জেনারেল (অব:) জোশে মালাবালানের নেতৃত্বে ১৬ সদস্যের ভারতীয় মিত্র বাহিনীর প্রতিনিধিদল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নূরুন্নবী ভূঁইয়া সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা।
ভারতীয় মিত্র বাহিনীর প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন ১৯৭১ সালের মিত্র বাহিনীর প্রধান নিপেন্দ্র নাথ দাসের স্ত্রী মিসেস শশী, বিগ্রেডিয়ার অব: প্রবীন কাপুড়, কর্নেল (অব:) আরপি গ্রোবার, কর্নেল এ চেটার্জি, জেনারেল শাম কর্নেল নায়েক প্রমুখ।
প্রতিনিধিদলের সদস্যরা জানায়, তারা আখাউড়া হয়ে আশুগঞ্জে যাবেন। সেখানে মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত দুইটিস্থান তারা ঘুরেদেখবেন। বৃহস্পতিবার তাদেরকে ঢাকায় সম্মাননাজানানো হবে।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]