আজ রবিবার আখাউড়া থানা পুলিশের আয়োজনে “পুলিশের সেবা সপ্তাহ ২০১৯” উপলক্ষে আখাউড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় আখাউড়া শহরে এক বর্ণাঢ্য র্যালী হয়। র্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে আখাউড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানার সামনে এসে শেষ হয়। র্যালী শেষে আখাউড়া থানা চত্বরে আলোচনা সভা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া মহিলা ভাইসচেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া প্রমুখ।
আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন জানান, পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্যই আমরা পুলিশের সেবা সপ্তাহ উদযাপন করেছি।
আখাউড়া প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত
[sharethis-inline-buttons]