শুক্রবার দুপুর ১:২৬, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

স্বাধীনতার স্মরণে : জুবায়ের দুখুর কবিতা

৮২০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

স্মরণের মাস

রক্ত রক্ত রক্ত
চারিদিকে শুধু লাল রক্ত
হ্যা আমি বলছি সেই
১৯৭১ সালের নয়টি মাসের কথা।

যে নয়টি মাসে আমরা হাজার লক্ষ বাঙালী
হারিয়েছি নিজ ভিটেমাটি
স্ত্রী সন্তান স্বামী সংসার প্রিয় থেকে প্রিয়জন।
হারিয়েছিল শত শত মা বোন
তাদের ইজ্জত সম্মান অস্তিত্বটুকু।

আমাদের বাংলার যে বীর সৈনিকেরা
পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে
যুদ্ধ করে ছিনিয়ে আনলো
এই বিজয়ের মাস তাদের প্রতি
হাজার লক্ষ সালাম শুভেচ্ছা ভালবাসা।

জুবায়ের হোসেন দুখু

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি