মঙ্গলবার বিকাল ৩:৩৪, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই নভেম্বর, ২০২৪ ইং

সারা বছর যদি নির্বাচন হতো!

৬৮৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে নেতা ও নেতার কর্মীরা যেভাবে স্বক্রিয় হয়েছে, এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে, সারা বছর যদি নির্বাচন হতো। ভোটারদের খুশি করার জন্য এক এক জন এক এক রকম পন্থা অবলম্বন করছে। যদি সারা বছরই নির্বাচন হতো, অনেক ভালো হতো।

নির্বাচনকে সামনে রেখে নেতারা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছে। কিন্তু নির্বাচনে জয়ী হলে পুরো উল্টা ছবি দেখা যায়। তখন ভোটাররা সেসব নেতাদের পেছনে ঘুরে, কিন্তু তখন তারা আর নেতাদের সিডিউল পায় না। তাই সারা বছর নির্বাচন হলে ভোটাররা হয়তো তাদের সঠিক মূল্যায়নটা পেতো।এখন যেমন নেতারা ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আসছে, নির্বাচনে জয়ী হওয়ার পর যদি প্রতি মাসে একবার করেও আসতেন, এইসব মানুষের কাছে এসে এদের দুঃখ-কষ্ট উপলব্ধির চেষ্টা করতেন। তাহলে হয়তো আজকের দিনে এসে এমন পরিস্থিতি হতো না।

এতো এতো জনসভা, মিছিল করতে হতো না। মাইকে নিজের নামে গান প্রচার করতে হতো না। লিফলিটে এত সুন্দর করে নকশা করে ভোট চাইতে হতো না। ভাড়া করা কর্মী নিয়ে সোডাউন করতে হতো না। ভোটারদের কাছে গিয়ে মায়া কান্না করতে হতো না।

তাই নেতাকর্মীদের কাছে আমার একটাই আবেদন, নির্বাচনের পরে নিবার্চনের আগে দেওয়া ওয়াদাগুলো ভুলে যাবেন না।

জুন্নুন আহমেদ : শেরপুর প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি