শনিবার সন্ধ্যা ৬:৪২, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২১শে ডিসেম্বর, ২০২৪ ইং

প্রতীক বরাদ্ধ হলো পাবনার ৫টি আসনে

১১৬৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

পাবনা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

পাবনা জেলা রিটার্নিং অফিসার ও পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন জানান, পাবনার ৫টি আসনে মধ্যে পাবনা-১ আসনে এডভোকেট শামসুল হক টুকু (আওয়ামী লীগ) নৌকা মার্কা, অধ্যাপক আবু সাইয়িদ (গণফোরাম) ধানের শীষ, জামাতের নিজামী পুত্র নাজিবুর রহমান (জামাত-স্বতন্ত্র) আপেল মার্কা, আব্দুল মতিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, শাখাওয়াত হোসেন (এনপিপি) আম মার্কা, শরিফুল ইসলাম (তরিকত ফেডারেশন) ফুলের মালা, মোঃ জুলহাস নাইন (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি) কোদাল মার্কা, সরদার শাজাহান (জাতীয় পার্টি) লাঙ্গল মার্কা।

পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির (আওয়ামী লীগ) নৌকা মার্কা, সেলিম রেজা হাবিব (বিএনপি) ধানের শীষ, ইউনুস আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, শামসুর রহমান (তরিকত ফেডারেশন) ফুলের মালা।

পাবনা-৩ আসনে মকবুল হোসেন (আওয়ামী লীগ) নৌকা মার্কা, কেএম আনোয়ারুল ইসলাম (বিএনপি) ধানের শীষ, আব্দুল মুত্তালিব (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি) কবুতর।

পাবনা-৪ শামসুর রহমান শরীফ ডিলু (আওয়ামী লীগ) নৌকা মার্কা, হাবিবুর রহমান হাবিব (বিএনপি) ধানের শীষ, মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, আব্দুর রশিদ শেখ (এনপিপি) আম মার্কা।

পাবনা-৫ আসনে গোলাম ফারুক প্রিন্স (আওয়ামী লীগ) নৌকা মার্কা, মাওলানা ইকবাল হুসাইন (বিএনপি) ধানের শীষ, অধ্যাপক মোঃ আরিফ বিল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, আব্দুল কাদের খান (জাতীয় পার্টি) লাঙ্গল মার্কা, আবু দাউদ (এনপিপি) আম মার্কা।

টক অবদ্যা টাউনে পরিনত হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ঐক্যফ্রন্ট থেকে দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হয়ে আপেল পতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি