চঞ্চল ঐ কৃষ্ণ চোখের তারায়,
ভাবনারা ভীড় করে আপন সীমানায়।
সকালের মিষ্টি মিষ্টি রোদের মুখে
এ কোন্ হাসির ফোয়ারার চমক!
শীত শীত মৃদু বাতাসে, বর্ণীল রোদের আমেজ,
আমায় টানে আপ্রাণ। তারই আবেশে
আবিষ্ট হয়েছি, প্রহরের প্রথম রোদেলা বেলায়।
বহু শতাব্দী পর, এইখানে, এই বিজনে,
হয়তো একদিন। আমারই মতো করে,
অন্য কোনো মানবী, আপন মনে উড়াবে
কল্পনার রঙিন ঘুড়ি।
তখন ও কুয়াশার ফাঁকে করবে খেলা,
দিনের প্রথম আলোর সোনালী রোদ।
আজ যেমন করে, কুয়াশার বিন্দু বিন্দু সোহাগে,
জড়িয়েছে বিস্তীর্ণ মাঠ। তাইতো অবিরত
ঝলমল করছে, ঘন সবুজ
দুর্বা ঘাসের কচি সজীব ডগা।
সিত্তুল মুনা সিদ্দিকা
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]