রবিবার দুপুর ১:১০, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

কবে হবে শৈশব কিশোর শ্রমিক কর্ম বন্ধ

৮০৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ডিজিটাল যুগে এমন দিন দেখতে হবে ভাবতে পারি না।
ছেলেটির নাম গ্রাম জানিনা, তবে কর্ম স্থান ঠিকানা জানি।
এইতো দুদিন আগে যখন আলহাজ্ব খোদেজা আমিন পাঠাগারে গিয়েছিলাম।
হিমু নামে কিছু বই আনতে তখন ওর সাথে পরিচয়।

পরিচয়টা হলো সেলন্দা বাজারে পিছে বড়াল নদীর পাশ ঘেসে একটা ইটের ভাটায় মানে মাটি পুড়িয়ে ইট বানানো
ছেলেটা সেখানে কাদা মাটি একটা বাক্সে করে নতুন ইট তৈরি করছে।
আসলে ওর কাজ এটাই যতো ইট বানাবে তত টাকা পাবে।
দেখুন ওর বয়সী হাজার হাজার ছেলেমেয়ে ব্যাগ ভর্তি বই নিয়ে ইস্কুলের দিকে ছুটছে।
ছেলেটিও ছুটছে কিন্তু ব্যাগ ভর্তি বই নিয়ে ইস্কুলে নয়
ছুটছে এক অজানা পথে যেখানে এতো অল্প বয়সে কর্ম করে নষ্ট করছে নিজের দেহ গঠন আর লাগিয়ে নিচ্ছে অধিক বয়সের বয়সী একটা দাগ।
আসলে ওর আর কি দোষ। সংসার নামক একটা দুনিয়া আছে ওর।
সেখানে মা বাবা ভাই বোন আরো হয়তো অনেকেই আছে
তাদের পেটের তাগিদে হয়তো ও আজ এই অল্প বয়সে পড়া শোনা ছেড়ে এই কর্ম বেছে নিয়েছে।
দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে ডিজিটাল পথের পথিক হয়ে তবুও শেষ হচ্ছেনা শৈশব কিশোর কর্ম বন্ধ।

জুবায়ের হোসেন দুখু

Some text

ক্যাটাগরি: চিন্তা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি