গায়ে মখমলের চাদর জড়িয়ে বেরিয়ে পড়ি,
আজ মৃদু শৈত্যপ্রবাহে প্রশান্ত সবুজ প্রাকৃতি।
সীমের বেগুনী ফুলের নির্বাসিত আত্মায়
জমেছে বিন্দু বিন্দু জল, তাইতো পরিযায়ী এ মনে
ব্যথার পাখিরা বাঁধে না কোনো বাসা…
সন্ধ্যে নেমে এলে, কান পেতে শুনি
দূরের মোহন বাঁশীর সুর,
শুধু কল্পিত আবেশে রহস্যময় করে তোলে,
সবার চক্ষুর অন্তরালে… যজমানের কৃষ্ণ চোখের তারায়
এ কোন হাসির পেলব ? প্রতিনিয়ত জীবনের নাট্যমঞ্চে
পাল্লা দিয়ে চলে ধারাবাহিক অভিনয়।
সব এড়িয়ে বিশুদ্ধতায় মুগ্ধ হই। তখনই টের পাই
সৌম্য হৃদয়ে কেবল বিদ্যুৎ চমকায়, গভীর সমবেদনার
আবেগী ভালো লাগায়!
সিত্তুল মুনা সিদ্দিকা
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]