মনের সাম্রাজ্যের ক্ষয়ীষ্ণু প্রবেশ পথে
কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছি।
রাজ কপাটের প্রাচীর মসের সবুজ কার্পেটে
এখনো ঢাকা। কখনো একলা বসে
নিজেকে প্রশ্ন করে উত্তর খুঁজি।
কোকুনোর মতো আবৃত করে রেখেছি
বহুবছর ধরে। সব গ্লানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
একাই চলি আপন মনে। থাকি অহেতুক
আবেগী হিসাব নিকাশের বৃত্তের বাহিরে।
মোহের আড়ালে হারিয়ে যাইনি অবেলায়।
কেউ তো জানে না, কতো চেনা গান ,কতো দেখা হাসি
মেনে নিয়ে ,শুধু একমনে নীরব থাকি!
আমার সরল জিজ্ঞাসু মন শৈশবের আবহে
এখনো তাই থাকি অনল পিয়াসী!
সিত্তুল মুনা সিদ্দিকা
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]