আল্লাহ তুমিই রাব্ব, তুমিই প্রতিপালক
মানব জাতির এতা, আশ্রয় দাতা তুমি
প্রকাশ্য গোপনে জানো, তুমি অন্তর্যামী,
তুমিই মালিক, ইলাহ,মাবুদ, নিয়ন্ত্রক।
তোমার কাছেই চাই সাহায্য, আশ্রয়
কুমন্ত্রণা দানকারীর কৃত অনিষ্ট থেকে
ক্ষতির প্রচেষ্টায়ই যে সর্বদা রত রয়
আমাকে বাচাঁও প্রভুও তব আশ্রয় রেখে।
হয়তবা সে মানুষ হতে পারে পারে জ্বীন
আসে ফিরে বারে বারে, ভয়ানক অতি
প্রবিষ্ট সে হতে পারে মনের গহীনে
দারুন পারদর্শী সে, অতি দুষ্টমতি।
আল্লাহ তুমিই রাব্ব, অার কেউ নয়
সব ক্ষতি হতে চাই তোমার অাশ্রয় ।
নোট ★★★ অাল কোরঅানের সুরা (অান নাসের
কাব্য। মুসলিম ভাইয়েরা / বোনেরা যারা কোরঅান চর্চা করেন তাদের প্রতি আবেদন আপনারা চেষ্টা করলে কোরঅানের প্রতিটি আয়াত হতে কাব্য কবিতা লেখতে পারেন ” যেমনটি সম্মানিত কবি নজরুল (কাব্যে আম্মা পারা) লিখে গেছেন।
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]