শুক্রবার সকাল ৬:৫৪, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং

কবিতা : গোলাপের অন্তর

৯০২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গোলাপের অন্তরে রয়েছে যে রত্নরাজি
তা হল তোমার আপন হৃদয়ের অলঙ্কার
ছড়িয়ে দাও ওটা, যেমন করে গোলাপেরা:
উজ্জ্বলতা পাবে তোমার ব্যথা, হয়ে উঠবে ঐ রত্নরাশি।

ছড়িয়ে দাও ওটা গানে,
অথবা মহৎ ভালোবাসার প্রত্যাশায়।
গোলাপকে বাঁধা দিও না
যেন না তুমি দগ্ধ হও ওটার আগুনে।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি