ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামীলীগ, বিএনপি,ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), স্বতন্ত্র প্রার্থী একজনসহ মোট সাতজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সায়মন ওবায়েদ শাকিল : আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামীলীগ, বিএনপি,ইসলামী ফ্রন্ট,ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), স্বতন্ত্র প্রার্থী একজন সহ মোট সাতজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের কাছে পৃথকভাবে এ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান সুখন,ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ ইসলাম উদ্দিন দুলাল, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো: আবুল কাশেম, মো: আশরাফুল হক, ইসলামী আন্দোলনের প্রার্থী হুসেইন আহম্মদ,বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) মোঃ ফায়েজুল হক সহ একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ নজরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দেন।
এই বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির দেশ দর্শনকে জানান আজকে পর্যন্ত মোট সাত জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। প্রত্যেকেই দলের সকল নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে দলীয় মনোনয়ন পত্র জমা দেন।
উল্লেখ্য জাতীয় সংসদে ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া ১ (নাসিরগর) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৯ শ’ ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪ শ’ ৪৭ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫ শ ‘ ২৩ জন।
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]