নোয়াখালী, বরিশাল, কুমিল্লা আর চিটাগাং- এই চার এলাকার মানুষ খুব খারাপ, এরা হেন, এরা তেন বলা মানুষগুলোকে দেখলে আর এদের কথা শুনলে মনে হয় উনারা সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এলেন।
ন্যাকা ষষ্ঠিগুলো ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কিন্তু যতরকম কুটনামি আর সংকীর্ণ মানসিকতা তা এদের মধ্যেই বেশি।কথায় আছে, ভিলভিলা গরু খর খাওয়ার যম। নিজেদের অলস মানসিকতাকে দায়ী না করে নিজেদের প্রফেশনাল আন-সাকসেসফুল হওয়ার দায়ভার চাপিয়ে দেয় অন্যদের উপর।
এমন একটা ভাব, যেন তারা অনেক ক্রিয়েটিভিটি নিয়ে আসে। কিন্তু সবকিছু আটকে দেয় এই চার এলাকার মানুষেরা। অন্যের সফলতায় হিংসে করা আর নিজের অ-সফলতার দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মানসিকতাই আজ জাতিগতভাবে আমাদের এতটা পিছিয়ে দিয়েছে…😒🙄
Some text
ক্যাটাগরি: চিন্তা
[sharethis-inline-buttons]