ইন্দ্রনীলা ইন্দ্রনীলা
কোথায় থাক তুমি?
এতো হাসির খুনসুটি তুমি কোথায়
থেকে পাও?
আমি বহুদিন ব্যথিত বিষাদ,
আমি তোমাতে বেসামাল।
কোন গ্রহের চাঁদ তুমি,
কোন দেশে তোমার বাস??
এতো রূপের রাণী তুমি,
আর কী আছে তোমার কোথাও কে জানি,
ডান পাশে তিলটা তোমায়
লাগছে খুবই দারুণ!
কোন পাহাড়ের ঝর্ণা ধরাও হলুদ বরণ হাসি।
ইন্দ্রনীলা তুমি কোন রাজ্যের রাণী।
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]