শুক্রবার বিকাল ৫:২৫, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

আহা কী জীবন!

৮৭৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শত মানুষের ভীড় পেরিয়ে এসে

যখন থমকে দাঁড়াই,

ছোট ছোট প্রাণে হাসি অফুরান।

আজকের এ প্রভাত দিলো সমন্বিত

এক নতুন দিন!

চঞ্চল শিশুর কোলাহলে জেগেছে

সবুজ প্রাঙ্গন।

 

ঠিক তখনই মনের রঙতুলিতে

দেখি কট্টর নিন্দুকের অট্টহাসি।

জীবনের প্রেরণা বেড়ে গেছে

দ্বিগুন,

চিত্ত রয়েছে চঞ্চল সুখে,

অপলকে তাকিয়ে দেখি এবার

আরো কতোটা বাকী!

একটু অপেক্ষায় থাকি…

মৃদু হেসে দূর হতে দেখি।

 

নিন্দুক দিলো আমায় অদ্ভুত এক

মজার জগৎ!

যেমন প্রতিটি ভোরের নীল

আকাশে একাকী সূর্য হাসে,

আমি তারি অপেক্ষায় থাকি

প্রতিটি দিন।

ক্ষণে ক্ষণে নতুনত্ব খুঁজে ফিরি।

সব বুঝে ও কেবল নিশ্চুপ থাকি।

 

শেষ বিকেলে দূরের খোলা

ব্যালকোনিতে আবছা এক

মানবের ছায়া।

দুষ্টুমির ছলে নিলাম তারি পিছু,

কিন্তু চেয়ে দেখি হায়!

 

নিন্দার ভারে ভারাক্রান্ত হয়ে

পড়েছে বেচারা নিন্দুক।

পড়ন্ত বেলায় পরাভূত চেহারার

ব্যাথাতুর মলিন মুখ দেখে,

আবারো উজ্জ্বীবিত হয়ে আমি হারাই

কল্পনার দিক চক্রবালে।

 

সিত্তুল মুনা সিদ্দিকা

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি