তৃষিত প্রাণে অমেয় জলের তৃষ্ণা থেকে
যায় স্বচ্ছ জলের কানায় কানায়।
স্বপ্ন সত্যি হবে না জেনেও বিষন্ন চিত্তে
রাতের আঁধারে
একাকী প্রহর গুনা হলোনা শেষ।
বিপন্ন প্রাণে হন্যে হয়ে খুঁজেছি উৎসবের
আমেজ…
তারপর হতে বহুদিন তৃষিত প্রাণে দেখেছি
চৌধারে
অজস্র মিথ্যে আর মনভোলানো রূপের
জৌলুসের
অতলে সত্যের ত্রাহি ত্রাহি দশা।
বেদনায় আরাধ্য জলরাশি হরণ করে
নেয়
অতৃপ্ত আত্মার করুণ আকুতি।
এক গণ্ডূষে পান করে নেয় জীবনের শেষ
স্পন্দন। অশ্রুস্রোত ভাসিয়ে দিয়ে চলে যায় দূর
জাহাজে করে অসীম গন্তব্যে—
সিত্তুল মুনা সিদ্দিকা : সহকারী প্রধান শিক্ষক
বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
Some text
[sharethis-inline-buttons]