রবিবার সকাল ৭:১৯, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ২২শে ডিসেম্বর, ২০২৪ ইং

নববর্ষের রোযনামচা

৮২৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

১ মহররম রাত ১০টা

আরবী নববর্ষ বলে অনেকে। তবে আরবী নয়। হিজরি নববর্ষ। যেমনি ভাবে ইংরেজি নববর্ষ বা ইংরেজি সাল বললেও মূলত সালটা ইসায়ী বা খৃষ্টিয়। আমাদের অনেকেরই জানা হতো না সরকারি (তাও ঐচ্ছিক) ছুটি না থাকলে। আবার যারা জেনেছি, তাদের মধ্যে কতজন আছি যারা স্পষ্ট জানি কত সাল গেল আর কত সাল আরম্ভ হলো? রোযনামচায় আমি ইসায়ী তারিখ লিখি। আজ ভাবলাম, হিজরী ১ম তারিখ হিসেবে সেটাও লিখি। কিন্তু আটকে গেলাম। কারণ আমার স্পষ্ট জানা নেই এখন হিজরী কত সাল শুরু হলো আর কত সাল গেল। পাশে কেউ ছিল না। তবুও লজ্জা লাগলো। কারণ এটা প্রমাণ করে, একজন মুসলিম হিসেবে আমার কমনসেন্সের অভাব আছে। আমি আমার সম্পর্কে বেখবর। খৃষ্টান জাতির সাল আমার নখদর্পণে। কিন্তু আমার সাল নখদর্পণে তো দূরে হাতের কাছে ও নেই। আমার ভাবনা দেশ জাতি বিশ্ব নিয়ে। স্বপ্ন দেখি, বিজয়ী ইসলামের। সমাজ, রাষ্ট্র এবং বিশ্বে। কিন্তু ইসলাম হারিয়ে গেছে আমি ব্যক্তি থেকে।

Some text

ক্যাটাগরি: চিন্তা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি