পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ১০টার দিকে বাসার কলিং বেল টিপে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। গেট খোলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তার হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারেলোকজন এগিয়ে এল সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করে।
জান্নাত নামে তার ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামীর নাম রাজিব। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
কপিপেস্ট
Some text
ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]